শনিবার দীপাবলি উৎসবকে সামনে রেখে আগরতলার নন্দননগরের কুমোর পাড়ায় গিয়ে মৃৎশিল্পীদের কাছ থেকে মাটির প্রদীপ ক্রয় করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই দিন তিনি মাটির প্রদীপ ক্রয় করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীর ‘ভোকাল ফর লোকাল’ আহ্বানের সাড়া দিয়ে, ত্রিপুরা রাজ্যের স্থানীয় ভাবে উৎপাদিত অন্যতম পন্য মৃৎশিল্পীদের পণ্য। অত্যাধুনিক উপায়ে উৎপাদিত তাঁদের পণ্য এখন আগের তুলনায় আরো দৃষ্টিনন্দন হয়েছে। দীপাবলিতে সকলকে রাজ্যের মৃৎশিল্পীদের উৎপাদিত পণ্য ক্রয় করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী।