বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুরে খাক তিনটি মিষ্টির দোকান। ঘটনা বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকায়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষাধিক টাকা। অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ড পুড়ে ছাই হয়ে যায় তিনটি মিষ্টির দোকান ।ঘটনা রাজধানীর বর্ডার গোলচক্কর এলাকায়। একটি মিষ্টির দোকানের রান্নাঘর থেকে এই অগ্নিকান্ডের সূত্রপাত। প্রত্যক্ষদর্শীরা জানান, এলাকার একটি মিষ্টির দোকানের রান্নাঘরে কারিগররা রান্না করছিলেন। এমন সময় একটি গ্যাসের সিলিন্ডার লিক হয়ে রান্নাঘরে আগুন ধরে যায় ।বাতাসে ভর করে দ্রুত আগুন অন্যান্য দোকানগুলিতেও ছড়িয়ে পড়ে ।কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা ।স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন ।দমকল কর্মীরা প্রায় ৪০ মিনিটের তৎপরতায় আগুন আয়ত্বে আনেন। এদিন এক প্রত্যক্ষদর্শী এই কথা জানান।
জানা গেছে এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষাধিক টাকা হবে। এলাকাবাসীর অভিমত, দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন আয়ত্বে না আনলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বৃদ্ধি পেত এবং আগুন অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়তে পারতো ।এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে বর্ডার গোল চক্কর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।