এন সি সি’র উত্তরপূর্বাঞ্চলের সমস্ত গ্রুপ কমান্ডারদের সাথে অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল গগন দীপ দ্বিবার্ষিক গ্রুপ কমান্ডার কনফারেন্স করেন। বুধবার আগরতলার আসাম রাইফেলস ক্যাম্প’র কনফারেন্স হলে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেন রেড্ডি নাল্লু। সেই সঙ্গে উপস্থিত ছিলেন উত্তর-পূর্ব অঞ্চলের সমস্ত রাজ্যের এন সি সি ক্যাডেটরা। রাজ্যপাল অফিসার এবং ক্যাডেটদের সাথে মতবিনিময় করেন৷ জেনারেল অফিসার এবং এনসিসি প্রতিনিধিরাও ত্রিপুরার বিভিন্ন জেলা থেকে আসা ক্যাডেটদের সাথে আলাপচারিতা করেন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যকলাপ এবং উন্নয়ন সম্পর্কিত পরিষেবাগুলির বিষয় গুলি দেখেন।বর্তমানে রাজ্যের আটটি জেলার ৯৫টি স্কুল ও কলেজ থেকে প্রায় ৩হাজার ৫০০ক্যাডেট এবং প্রায় ২হাজার ৫০০গার্ল ক্যাডেট এন সি সি-তে রয়েছে।অভিমত ব্যক্ত করতে গিয়ে রাজ্যপাল বলেন এনসিসি ক্যাডেটরা অনেক ভালো কাজ করছে।