প্রধানমন্ত্রীর কিষান সন্মান নিধি যোজনায় রাজ্যের কৃষকরা এখন পর্যন্ত পেয়েছেন প্রায় ৭৮৫ কোটি টাকা ।শনিবার রাজ্য কৃষি গবেষণা কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক পিএম কৃষানের ১৮ তম কিস্তি প্রকাশ অনুষ্ঠানে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা । ১৮ তম কিস্তি প্রদান অনুষ্ঠানে রাজ্যের কৃষকরা পেয়েছেন ৪৭ কোটি ৬২ হাজার টাকা। এর জন্য প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের প্রান্তিক এবং ক্ষুদ্র চাষীদের জন্য প্রধানমন্ত্রীর কিষান সম্মান নিধি যোজনা চালু করেন। প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্যই এই উদ্যোগ গ্রহণ করেন প্রধানমন্ত্রী ।এই যোজনার মাধ্যমে বছরে তিন কিস্তিতে ছয় হাজার টাকা করে পেয়ে থাকেন নথিভুক্ত কৃষকরা ।এই প্রকল্পের ১৮তম কিস্তি শনিবার প্রদান করেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের কৃষকদের ২৩ হাজার কোটি টাকা প্রদান করেন ।এই উপলক্ষে রাজ্যের কৃষি গবেষণা কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে ধন্যবাদ জানান। তিনি জানান ,এই প্রকল্পে ১৭তম কিস্তি পর্যন্ত রাজ্যের কৃষকরা পেয়েছেন মোট ৭৩৭ কোটি ৪৯ লক্ষ টাকা। আর ১৮ তম কিস্তিতে রাজ্যের কৃষকরা পেলেন ৪৭ কোটি ৬২ হাজার টাকা ।মুখ্যমন্ত্রী আরও জানান ,১৭ তম কিস্তি পর্যন্ত রাজ্যের ২ লক্ষ ৫৯ হাজার ৪৯৯ জন কৃষক এই সহযোগিতা পেয়েছেন।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান কৃষকদের এই সহযোগিতা একান্ত প্রয়োজন। তারা এই অর্থ দিয়ে বীজ সার কীটনাশক প্রবৃত্তি ক্রয় করে থাকেন। মুখ্যমন্ত্রী আরও জানান ,কৃষি প্রধান দেশে কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।