Wednesday, March 19, 2025
বাড়িখবরশীর্ষ সংবাদখোয়াই কালচারেল সেলের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো...

খোয়াই কালচারেল সেলের চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষে কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এসো মা নামাকরনে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ।

বাসুদেব ভট্টাচার্যী খোয়াই ৪ঠা অক্টোবর…..চন্ডীর স্তোত্র পাঠ সহযোগে ঢাকের বাদ্দি ও শঙ্খ ধ্বনি এবং উলুধ্বনির মাধ্যম উদ্বোধন হল খোয়াই কালচারাল সেলের চতুর্থ বর্ষের আগমনী অনুষ্ঠান এসো মা এর শুভারম্ভ হলো বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় খোয়াই কোহিনুর কমপ্লেক্স প্রাঙ্গণে । গায়ে কাঁটা দেওয়ার মত এক অন্য রকম অনুভূতির সাক্ষী রইলো গোটা খোয়াই শহর। এই দিন অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক শ্রী সুব্রত মজুমদার , প্রধান অতিথির আসন অলংকৃত করেন পুর পিতা শ্রী দেবাশীষ নাথ শর্মা মহোদয়, অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবক শ্রী সমীর কুমার দাস মহোদয়, খোয়াই জেলা কালচারাল সেলের সভাপতি শ্রী দীপঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা এবং সভাপতির আসন অলংকৃত করেন খোয়াই পুরো পরিষদের মাননীয় সদস্য তথা কালচারাল সেলের মুখ্য উপদেষ্টা শ্রী পীযুষ কান্তি দাস চৌধুরী মহোদয়। এই অনুষ্ঠানে দুস্থ মা, বোন দের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত সমস্ত অতিথিরা । সব থেকে লক্ষণীয় বিষয় হলো খোয়াই কালচারাল সেল এসো মানামাকরনে যে অনুষ্ঠানটির আয়োজন করেছেন অর্থাৎ শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে কিন্তু আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি উত্তপ্ত হয়ে আছে যেখানে সনাতন ধর্মের নর নারীদের উপর আক্রমণ সনাতন ধর্ম পালনে বাধা শারদীয় দুর্গোৎসবের প্রতিমা ভাঙ্গা মত নাক্কারজনক ঘটনা প্রতিদিন ঘটে চলেছে। কিন্তু বৃহস্পতিবার খোয়াই কালচারাল সেলের শারদ বরণ এসো মাযে অনুষ্ঠানটি করেছেন সেখানে একজন দুস্থ মুসলিম অংশের বোনকে নতুন কাপড় প্রদান করা হয়। এখানে একটা বিষয় পরিষ্কার কালচারাল সেলের এই ভাবনা বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি কে পেছনে ফেলে খোয়াইয়ের সাধারণ জনগণকে এই ভাবনায় ভাবিত করছে “ধর্ম যার যার উৎসব সবার”। এবং এইদিনের কালচারের সেলের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব কে কেন্দ্র করে “এস মা” যেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন এই অনুষ্ঠানের শেষে সমস্ত শিল্পীদের হাতে সম্মাননার স্মারক তুলে দেওয়া হয়।। সবমিলিয়ে এই অনুষ্ঠানটি খোয়াই সুভাষ পার্ক এলাকায় এক জমজমাট অনুষ্ঠান ছিল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − 9 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য