গতকাল রানীরবাজারের অন্তর্গত দূর্গানগর গ্রামে দুষ্কৃতিকারী কর্তৃক কালি মন্দিরের মুর্তির মাথা ভাঙ্গাকে কেন্দ্র করে ৮টি সংখ্যালঘু মুসলিম বাড়িতে অগ্নি সংযোগ, ভাঙচুর, ১৩টি গাড়িতে অগ্নি সংযোগ, বাড়ির বাউন্ডারী ভাঙচুর, বাড়িঘরে লোটপাট, দোকান ঘর লোটপাট, ভাঙচুর ও অগ্নি সংযোগ ইত্যাদি উভয় ঘটনার জন্য ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে নিন্দা জানান। সোমবার আগরতলার গেদু মিয়া মসজিদে ত্রিপুরা রাজ্যে জমিয়তোমার ই হিন্দ পক্ষ থেকে এক সাংবাদিক আন্দোলন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামা ই হিন্দ সভাপতি মুফতী তৈয়ীবুর রহমান, সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম চৌধুরী সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে মুফতী তৈয়ীবুর রহমান বলেন গতকাল রানীর বাজারে যেই ঘটনা ঘটছে তা নিন্দনীয় যেখানে সারা ত্রিপুরার মানুষ এবং সরকারও বন্যা পরিস্থিতি নিয়ে ব্যতি ব্যস্ত, সেখানে এই ধরনের ঘটনা মানবতা বিরোধী। রাজ্যের ও এলাকার ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলের নিকট শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। সাথে সরকার ও প্রশাসনের নিকট দাবি করা হচ্ছে, উভয় ঘটনার দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া ব্যবস্থা যেন করা হয়। এবং ক্ষতিগ্রস্তদের তদন্তক্রমে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য রাজ্য সরকারের নিকট