Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যরক্তদানের মধ্য দিয়ে বৈচিত্রের মধ্যে ঐক্যের বিষয়টি ফুটে উঠে - মুখ্যমন্ত্রী

রক্তদানের মধ্য দিয়ে বৈচিত্রের মধ্যে ঐক্যের বিষয়টি ফুটে উঠে – মুখ্যমন্ত্রী

ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স ইনস্টিটিউটের উদ্যোগে রোববার আগরতলায় মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। খেজুর বাগান এলাকার রাজ্য অতিথিশালা সোনারতরীতে আয়োজিত এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, মুখ্যসচিব জে কে সিনহা, ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জনসহ অন্যান্য অতিথিরা।শিবিরের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেন, অফিসারদের এই ধরনের কাজের ফলে সমাজে একটি ভালো বার্তা যাবে। যাতে অন্যান্যরাও এ ধরনের সামাজিক কর্মসূচিতে এগিয়ে আসার জন্য উৎসাহিত হবেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী আর বলেন, রক্তের কোন ধর্ম নেই। এখানে সব ধর্মের আধিকারিকরা এসেছেন এবং রক্ত দিচ্ছেন। এর ফলে বৈচিত্রের মধ্যে ঐক্যের বিষয়টি ফুটে উঠে। এই কাজের জন্য আধিকারিকদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। শিবিরের বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন এদিন শিবিরে ৮০জনের বেশী রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রাজ্য সরকারের আধিকারিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও শামিল হয়েছিলেন এই কর্মসূচিতে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − 8 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য