Tuesday, November 12, 2024
বাড়িখবররাজ্যবাধারঘাটস্হিত রেল ব্রিজ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

বাধারঘাটস্হিত রেল ব্রিজ থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার

রেল ব্রিজ থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ ।ঘটনা বৃহস্পতিবার সকালে বাধার ঘাট শ্রীপল্লি সংলগ্ন রেল ব্রিজ এলাকায় ।ঘটনাটি খুন না নিছক আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সাতসকালে রেল ব্রিজ থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ।ঘটনা বাধারঘাটের শ্রীপল্লী সংলগ্ন এলাকার রেল ব্রিজে। স্থানীয়রাই প্রথম রেল ব্রিজ থেকে ঝুলন্ত ব্যক্তির মৃতদেহ দেখতে পান ।পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ।রেল ব্রিজের যে স্থান থেকে মৃত দেহটি উদ্ধার করা হয় সেখান থেকে একটি জলের বোতল ,কিছু খাবার, এক জোড়া চপ্পল এবং একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করেছে পুলিশ ।পাশাপাশি মৃত ব্যক্তির কাছ থেকে একটি আধার কার্ড উদ্ধার করেছে পুলিশ ।স্থানীয়রা জানান, ঝুলন্ত ব্যক্তির দেহ দেখতে পেয়ে তারা ঘটনাটি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। মৃত ব্যক্তি সংশ্লিষ্ট এলাকার কেউ নন বলে জানান স্থানীয়রা।

এদিকে মৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা আধার কার্ড সংগ্রহ করে তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। আপাতত মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।ঘটনাটি খুন না আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ ।এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় বৃহস্পতিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য