নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যজুড়ে পালন করা হলো ৭৮ তম স্বাধীনতা দিবস। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন সকালে নিজ সরকারি বাসভবনে এবং নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করে স্বাধীনতা দিবস উদযাপন করেন।তারপর জাতীয় সংগীত পরিবেশন করে যথাযথ মর্যাদার সাথে স্বাধীনতা দিবস উদযাপন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন উনার দপ্তরের আধিকারিক ও কর্মীরা। পরে তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান।এদিন ৭৮ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসী এবং রাজ্যবাসীকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের জনগণের কাছে আহ্বান করেছিলেন যারা দেশের স্বাধীনতা আনতে গিয়ে দেশের জন্য আত্ম বলিদান দিয়েছিলেন এবং দেশের অখন্ডতা রক্ষার জন্য দেশকে চক্রান্তদের হাত থেকে বাঁচাতে গিয়ে দেশের যেসব সেনা বাহিনীরা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই হর ঘর তিরঙ্গা কর্মসূচি । পাশাপাশি এখনো যে সমস্ত সৈনিকরা আমাদের দেশের অখন্ডতা রক্ষার জন্য জঙ্গিদের দমন করে নিজেদের বলিদান দিচ্ছেন তাদেরকে স্মরণ ও সন্মান করার দিন।