Wednesday, October 16, 2024
বাড়িখবররাজ্যবাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ময়দানে নামলো ত্রিপুরা রাজ্য হিন্দু সমাজ

বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে ময়দানে নামলো ত্রিপুরা রাজ্য হিন্দু সমাজ

বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণ এবং হত্যার প্রতিবাদে আজ ত্রিপুরা রাজ্য হিন্দু সমাজ এর পক্ষ থেকে আগরতলা রেল স্টেশনে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হিন্দুরা এই প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়। যদিও এই কর্মসূচি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু করার কথা ছিল পুলিশের পারমিশন না থাকায় আগরতলা রেল স্টেশনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সংবাদ মাধ্যমকে এই কর্মসূচির মূল বিষয়বস্তু নিয়ে জানান বাংলাদেশের যেভাবে হিন্দুদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে তাছাড়া হিন্দুদের বিভিন্ন মন্দির ও ঠাকুরের মূর্তি ভেঙে ফেলা হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয় এবং এর প্রতিবাদে আজ হিন্দু সমাজের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি তার পাশাপাশি যতদিন অবধি বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার অনাচার বন্ধ না হবে ততদিন অবধি এই বিক্ষোভ কর্মসূচি জারি থাকবে বলে জানিয়েছেন তিনি। এদিকে হিন্দু সমাজকে আস্তাবল ময়দানে প্রতিবাদ কর্মসূচি করার পারমিশন না দেওয়ার প্রসঙ্গে পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার ড: কিরন কুমার সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে জানান গতকাল বাংলাদেশের ঘটনা নিয়ে কিছু ভুয়ো অডিও ক্লিপ ভাইরাল হয়েছে যেটাকে নিয়ে ২ জনকে এরেস্ট করা হয়েছে এবং আরও কয়েকজনকে এরেস্ট করার জন্য পুলিশের টিম কাজ করছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, এই পরিস্থিতি যেন আরও বিগড়ে না যায় তার জন্য কোন প্রকার রেলীর অনুমোদন প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। এদিনের কর্মসূচীতে হিন্দু সমাজের লোকেদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য