ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে বিভিন্ন জায়গায় খাবারের দোকান ও রেস্টুরেন্ট। অভিযোগ অনেক দোকানেই খাবারের গুণমান বজায় রাখা হয় না। মাঝে মধ্যে এসবের বিরুদ্ধে অভিযান চালায় প্রশাসনের টিম। ফের বুধবার সদর মহকুমা শাসক মানিক লাল দাসের নির্দেশ অনুসারে এনফোর্সমেন্ট টিম বিভিন্ন দোকানে অভিযান চালায়। এদিন সদরের অতিরিক্ত মহকুমা শাসক বিপুল চন্দ্র দাস, ডুকলী রেভিনিউ সার্কেলের আধিকারিক সুজিত দাস, সদরের ফুড কন্ট্রোলার প্রদীপ কুমার ভৌমিক সহ লিগেল মেট্রোলজি ও ফুট সেফটি আধিকারিকরা হাঁপানিয়া এবং আমতলী বাজারে বিভিন্ন মুদি দোকান এবং কয়েকটি রেস্টুরেন্টে অভিযান চালায়। অভিযান চালিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে নয়টি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার সহ মেয়াদ উত্তীর্ণ খাবার এবং মুদি দোকান থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ উদ্ধার করে। মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন খাদ্য সামগ্রীও বাজেয়াপ্ত করে। এই অভিযানের সময় যাদের দোকান থেকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত মহকুমা শাসক বিপুল চন্দ্র দাস।