Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যরাজ্যে এইডস্ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়ে এক বিচারপতির চিঠির পরিপ্রেক্ষিতে স্বতপ্রণোদিত...

রাজ্যে এইডস্ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়ে এক বিচারপতির চিঠির পরিপ্রেক্ষিতে স্বতপ্রণোদিত মামলা নিয়ে রাজ্য সরকারকে নোটিশ দিল হাইকোর্ট

রাজ্যে এইডস আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে এক বিচারপতির চিঠির পরিপ্রেক্ষিতে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা নিয়ে সরকারকে নোটিস দিল। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, শিক্ষা দপ্তরের অধিকর্তাকে নোটিস দেয়। সংশ্লিষ্টদের কাছে জানতে চাওয়া হয়েছে এইডস সংক্রমণ রুখতে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? আরও কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। দুই সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে। ত্রিপুরায় উদ্বেগজনক ভাবে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। স্কুল- কলেজের পড়ুয়ারাও ব্যাপক ভাবে আক্রান্ত হচ্ছেন। এনিয়ে রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান তথা উচ্চ আদালতের বিচারপতি টি অমরনাথ গৌড়-র কাছে কিছু তথ্য যায়। এই তথ্যের উপর ভিত্তি করে হাইকোর্টের বিচারপতি টি অমরনাথ গৌড় প্রধান বিচারপতিতে একটি চিঠি লিখেন। সেই চিঠির ভিত্তিতে মামলা নিয়ে প্রধান বিচারপতি ও বিচারপতি অরিন্দম লোধের বেঞ্চে শুনানি হয়। সেই শুনানিতেই সরকারকে দুই সপ্তাহের সময় দিয়ে নোটিস দেওয়া হয়। একথা জানান হাইকোর্টের সরকারি আইনজীবী কোহিনুর নারায়ন ভট্টাচার্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + sixteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য