কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে যারা মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে ভালো ভূমিকা নিয়েছেন তাদের সংবর্ধনা দেওয়া হয়। বৃহস্পতিবার ১৫ তম কমন সার্ভিস দিবসে তাদের সংবর্ধিত করা হয়েছে। প্রতিবছর ২৫ জুলাই কমন সার্ভিস দিবস পালন করা হয়। সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও দিবসটি উদযাপন করা হয়। এদিন আগরতলা সুকান্ত একাডেমীতে হয় এই দিবসের অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দিল্লি কমন সার্ভিস প্রধান কার্যালয় থেকে আসা ভগবান পাতিল ,ত্রিপুরা রাজ্যের সিএসসির প্রধান বিশ্বজিৎ দেবনাথ সহ অন্যান্যরা। রাজ্যের বিভিন্ন জায়গায় এই কমন সার্ভিস সেন্টার বিভিন্ন পরিষেবা দিয়ে যাচ্ছে মানুষকে। গ্রামীণ এলাকায়ও এর পরিষেবা রয়েছে। এতে উপকৃত হচ্ছেন আমজনতা।