Wednesday, December 4, 2024
বাড়িখবররাজ্যরাজধানী আগরতলায় আবারো গুলি কাণ্ড।ঘটনা সোমবার রাতে লিচুবাগান সাহা পাড়া এলাকায়

রাজধানী আগরতলায় আবারো গুলি কাণ্ড।ঘটনা সোমবার রাতে লিচুবাগান সাহা পাড়া এলাকায়

অল্পেতে প্রানে বাঁচলেন এক দোকানি। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রানে বাঁচলেন। ঘটনা রাজধানী আগরতলায়। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে এন সি সি থানার পুলিস। অন্যদের খোঁজে চলছে তল্লাশি। ঘটনা সোমবার রাতে লিচুবাগান সাহা পাড়া এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।সম্প্রতি ঊষাবাজার ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদককে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতে এবার রাতের অন্ধকারে গুলি চলল এনসিসি থানা এলাকায়।জানা গেছে সোমবার রাতে লিচুবাগান সাহাপাড়া এলাকায় গুলি চলে। অল্পের জন্য প্রানে বেচে যান এলাকার বাসিন্দা পেশায় মিষ্টি দোকানি অসিত গোপ।অসিত গোপ জানান এদিন রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় এলাকার তিন জনকে দাঁড়িয়ে কথা বলতে দেখে তিনিও রাস্তায় উডের সঙ্গে আলাপ চারিতায় মগ্ন হন। এমন সময় একটি বাইকে করে এক যুবক এসে সচিন রাই নামে এলাকার এক যুবককে ছোট একটি প্যাকেট দেয়। তারপর সচিন রাই এগিয়ে এসে অসিত গোপ এতো রাতে রাস্তায় কি করে তারা জানতে চায়। এনিয়ে দুইজনের মধ্যে সামান্য বচসা হয়। অভিযোগ এতেই ক্ষিপ্ত হয়ে যায় সচিন রাই এবং চলে যায়। কিছু সময় পরে সচিন একটি পিস্তল নিয়ে আসে এবং অসিত গোপকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। যদিও লক্ষ্য ভ্রষ্ট হওয়ার কারনে অসিত গোপ প্রানে বেঁচে যান।স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনার খবে পেয়ে ছুটে আসেন এন সি সি থানার পুলিস। পুলিস অভিযুক্তের বাবাকে আটক করে থানায় নিয়ে যায়।ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দাবি উঠেছে ঘটনার তদন্ত ক্রমে ব্যবস্থা নেওয়ার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twelve − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য