শিক্ষক বদলির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভে শামিল পড়ুয়ারা। তাদের অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও অপর এক শিক্ষিকা ঠিকমতো ক্লাস করান না। আরও অভিযোগ স্কুলে এসে মোবাইল নিয়ে নাকি ব্যস্ত থাকেন শিক্ষিকা। ক্ষুব্ধ পড়ুয়ারা মঙ্গলবার আন্দোলনে নামেন। ঘটনা রাজধানীর ইন্দ্রনগর নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতার মাধ্যমিক বিদ্যালয়ে। অভিযোগ বিদ্যালয়ে রয়েছে শিক্ষক স্বল্পতা। এই অবস্থায় বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক দিব্যেন্দু শর্মাকে অন্যত্র বদলি করা হয়েছে। এই বিষয়টি জানার পর বিদ্যালয়ের পড়ুয়ারা ক্ষোভে ফেটে পড়ে। তাদের অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও শিক্ষিকা স্মৃতি নাথ বিদ্যালয়ে এসে মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। তারা ঠিক মতো ক্লাসও করান না। মঙ্গলবার এসব অভিযোগ এনে ইংরেজি বিষয়ের শিক্ষক দিব্যেন্দু শর্মাকে পুনঃরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে শামিল হন। এখন দেখার কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেয়।