নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। এর প্রভাব পড়ছে জনজীবনে। বাড়ছে তাপমাত্রা। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ অত্যন্ত প্রয়োজনীয়। সেজন্য সারা দেশের সঙ্গে রাজ্যেও বৃক্ষরোপণ কর্মসূচীর উপর জোর দেওয়া হয়েছে।ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মণ্ডল ও ওয়ার্ডের তরফে লাগানো হচ্ছে চারা গাছ। শনিবার পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডের ৫১ নম্বর বুথে বৃক্ষ রোপণ কর্মসূচীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি বনমালীপুর মণ্ডলের সভাপতি চন্দ্র শেখর দে, ৩১ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর অঞ্জনা দাস সহ অন্যরা। এদিন তারা ঝুলন্ত ব্রিজ এলাকায় বিভিন্ন চারা গাছ রোপণ করেন। কর্মসূচী ঘিরে ভালো সাড়া পড়ে।