Thursday, October 24, 2024
বাড়িখবররাজ্যঐতিহ্যবাহী খার্চী পূজাকে কেন্দ্র করে সেজে উঠছে চৌদ্দ দেবতা মন্দির

ঐতিহ্যবাহী খার্চী পূজাকে কেন্দ্র করে সেজে উঠছে চৌদ্দ দেবতা মন্দির

আগরতলা পুরান হাবেলিতে চৌদ্দ জুলাই শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খারচি উৎসব। ২০ জুলাই অবধি চলবে ঐতিহ্যবাহী খারচি মেলা ও উৎসব। সাজিয়ে তোলা হচ্ছে মন্দির চত্বর। সকাল থেকে শ্রমিকরা কাজ করে চলেছেন। স্টল তৈরি, মন্দিরে রঙের কাজ।৭ দিন ব্যাপী খার্চি মেলা ও উৎসব সামনে রেখে ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তোলা হচ্ছে। মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী সমস্ত কিছু নিজের থেকে খতিয়ে দেখছেন।ব্লক চেয়ারম্যান বিশ্বজিৎ শীল জানান, আলোক সজ্জার কাজ ইতি মধ্যে শুরু হয়েছে।সাফাইয়ের কাজ করছেন এ এম সির শ্রমিকরা। সব দিক দিয়ে পুরো ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে। সুন্দরভাবে মেলা শেষ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত বছরের তুলনায় এবার দর্শনার্থীর সমাগম বেশি হবে বলে বলে আশা উদ্যোক্তাদের। প্রতিবছরই ব্যাপক দর্শনার্থীর সমাগম ঘটে এই মেলায়। রাজ্য শুধু নয় বহিঃরাজ্য থেকে লোকজন মেলায় অংশ নেন।মেলায় থাকে সরকারি স্টলও। বিভিন্ন জায়গা থেকে দোকানীরা রকমারি জিনিস নিয়ে স্টল খুলে বসেন। সাত দিন পুরান হাবেলি যেন জাতি জনজাতির মিলনস্থলের রুপ নেয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য