Friday, October 25, 2024
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রীর এক পের মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন...

প্রধানমন্ত্রীর এক পের মাকে নাম কর্মসূচির অঙ্গ হিসেবে শুক্রবার বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চা

পরিবেশ দূষণ রোধে এক পের মাকে নাম শীর্ষক কর্মসূচির সূচনা করে দেশবাসীকে বৃক্ষরোপণে সামিল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।প্রধানমন্ত্রীর এই আহবানে সাড়া দিয়ে দেশভর বিজিপির বিভিন্ন শাখা সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। শুক্রবার বিজেপির প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে এই উপলক্ষে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। রাজধানী ভগৎ সিং ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয় ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ মহিলা মোর্চা সভানেত্রী মিমি মজুমদার, বিধায়ক ভগবান দাস ,সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্যরা। বিজেপির প্রদেশ মহিলা মোর্চার এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বৃক্ষরোপন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা ।এই প্রসঙ্গে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহবানে সাড়া দিয়ে গোটা দেশেই এক পের মাকে নাম কর্মসূটির মাধ্যমে বৃক্ষরোপণ চলছে ।রাজ্যেও দলের বিভিন্ন শাখা সংগঠন বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করছে ।সেই মতো মহিলা মোর্চার প্রদেশ কমিটিও শুক্রবার এই কর্মসূচি হাতে নিয়েছে ।প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আরো জানান ,শুধু বৃক্ষরোপণই নয়, রূপন করা গাছগুলি বড় হওয়া পর্যন্ত রক্ষণাবেক্ষণ করার শপথ গ্রহণ করেছে মহিলা মোর্চার কর্মী সমর্থকরা। এই ধরনের কর্মসূচিতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিজেপির প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে ।কর্মসূচি কে কেন্দ্র করে মহিলা মোর্চার নেতৃবৃন্দের উপস্থিতি ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য