Friday, October 25, 2024
বাড়িখবররাজ্যপুর নিগমের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মেয়র

পুর নিগমের উন্নয়নমূলক কাজ পরিদর্শনে মেয়র

নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়ন এবং শহর আগরতলা কে ঢেলে সাজাতে বদ্ধপরিকর আগরতলা পুর নিগম। সেদিকে লক্ষ্য রেখে আগরতলা পুর নিগম বটতলা রাজ শ্মশান এবং লাইট হাউস প্রজেক্টের কাজ পরিদর্শনে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন পুর কমিশনার শৈলেশ কুমার যাদব সহ এলাকার কর্পোরেটররা। এদিন সংবাদ মাধ্যমকে মেয়র দীপক মজুমদার জানান হাওড়া ডেভেলপমেন্ট প্রজেক্টর কাজ ভালোভাবে চলছে ইঞ্জিনিয়ারদের দাবি আসন্ন দূর্গা পূজার আগে আগস্ট মাসে মধ্যে কাজ সম্পন্ন করে নিগমের হাতে তুলে দেওয়া হবে বলে, তাছাড়া বটতলা রাজ শ্মশানের কাজ পরিকল্পিতভাবে ভালই চলছে। পাশাপাশি এই তিনটি প্রজেক্টের কাজে কি পরিমাণ অর্থ ব্যায় করা হয়েছে সাংবাদিকদের এই প্রশ্ন উত্তরে পুর কমিশনার যাদব বলেন বটতলা রাজ শ্মশানের খাতে ব্যায় করা হয়েছে ৫৬ লক্ষ টাকা। তাছাড়া হাওড়া ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সর্বমেট বাজেট 99 কোটি টাকা যার মধ্যে কিছু অর্থ মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক কাজে ব্যায় করা হয়েছে এবং বাকি যে কাজ হচ্ছে তা সর্বমোট ৮৬ কোটি টাকার যার মধ্যে ৭০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য