ট্রাফিক পুলিশের দ্বারা ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘের রিক্সা চালকদের হয়রানী করার প্রতিবাদে, পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে ট্রাফিক এসপির নিকট ডেপুটেশন প্রদান কর্মসূচিতে মিলিত হলো ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘ। এদিন সংগঠনের সাধারণ সম্পাদক খোকন ঘোষ ট্রাফিক এসপি নিকট উত্থাপিত পাঁচটি দাবি সংবাদ মাধ্যমের সম্মুখে তুলে ধরেন দাবি গুলি যথাক্রমে:-
১) ট্রাফিক কর্তৃক ইলেকট্রনিক রিক্সা হয়রানি মূলক ছবি তুলার মাধ্যমে জরিমানা আওতায় আন্য বন্ধ করা।
২) যাত্রী ওঠানামার ক্ষেত্রে বটতলা, মোটর স্ট্যান্ড, রাধানগর, প্রতিটা পয়েন্টে নির্দিষ্ট সময় দেওয়া।
৩) আগরতলা শহর এবং শহরতলীতে যাত্রী ওঠা নামার জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করে দেওয়ার দাবি।
৪) যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কর্তৃক ফিটনেস এর জরিমানা মওকুফ না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িকে জরিমানা না করা।
৫) প্রতিটি পয়েন্টে ট্রাফিক কর্তৃক লকারের মাধ্যমে গরিব শ্রমিকদের দীর্ঘক্ষন আটকে রাখার প্রখা অবিলম্বে প্রত্যাহার করা।
তাছাড়া ডেপুটেশন প্রদানের পর ট্রাফিক এসপি যদি কোন প্রকার সুনির্দিষ্ট পদক্ষেপ না গ্রহণ করে তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে সংগঠন বলে জানিয়েছেন তিনি।