Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যভারতের বিশ্ব জয়ের আনন্দে মাতোয়ারায় ভয়াবহ যান দুর্ঘটনায় হতাহত দুইজন, মৃত -...

ভারতের বিশ্ব জয়ের আনন্দে মাতোয়ারায় ভয়াবহ যান দুর্ঘটনায় হতাহত দুইজন, মৃত – ১

ভারতের জয়ের আনন্দে যখন মাতোয়ারা সকলে তখনই ঘটলো রাজধানী আগরতলায় দুর্ঘটনা। ভয়াবহ যান দুর্ঘটনায় হতাহত দুইজন।মৃত যুবকের নাম রাতুল বণিক।ঘটনাটি ঘটে শনিবার মাঝরাতে।টি – ২০ বিশ্বকাপে রুদ্ধশ্বাস ম্যাচে ভারত সাত রানে জয়ী হয়। আর এই জয়ের আনন্দে মাতোয়ারা হয় রাজধানীতে ক্রিকেট প্রেমীরা। বাইক=স্কুটি=গাড়ি নিয়ে অনেকেই আনন্দে মাতোয়ারা হন রাতে। আর তখনই ঘটে ভয়ানক দুর্ঘটনা। রাতের শহরে রাজধানীর লক্ষ্মিনারায়ণ বাড়ি এলাকায় স্কুটি ও বাইকের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় স্কুটি। গুরুতর আহত হন স্কুটি চালক রাতুল বণিক। তাঁর বাড়ি রাজধানীর জয়নগর এলাকায়। অন্যদিকে আহত হয়েছেন বাইক চালক ক্যাম্পেরবাজার এলাকার রনি সূত্রধর। ঘটনার শব্দ পেয়ে এগিয়ে আসেন স্থানীয় লোকজন ও পথ চলতি মানুষ। ছুটে আসেন দমকল কর্মী ও পুলিস। দমকল কর্মীরা আসার আগেই পুলিস ও অন্য লোকজন দুইজনকে জিবি হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক স্কুটি চালককে মৃত বলে ঘোষণা করে্ক।জিবিতে কান্নায় ভেঙে পড়েন পরিজনেরা। জিবিতে চিকিৎসাধীন আহত বাইক চালক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য