Saturday, September 14, 2024
বাড়িখবররাজ্যফের রাজধানীতে চোরের হানা , ঘটনা কর্নেল চৌমুহনী থেকে অ্যাডভাইজার চৌমুহনি এলাকায়

ফের রাজধানীতে চোরের হানা , ঘটনা কর্নেল চৌমুহনী থেকে অ্যাডভাইজার চৌমুহনি এলাকায়

রাতের শহরে চোরের উৎপাত বন্ধ নেই। সুযোগ পেলেই হাত সাফাই করে নিচ্ছে চোরের দল। ফের শনিবার রাতে রাজধানীতে এক দোকানে হানা চোরের।ঘটনা কর্নেল চৌমুহনী থেকে অ্যাডভাইজার চৌমুহনি যাওয়ার পথে।সেখানে রয়েছে অসীম সাহা নামে এক ব্যক্তির মুদির দোকান। প্রত্যেকদিনের মতো প্রায় সাড়ে এগারোটা নাগাদ দোকান বন্ধ করে বাড়িতে যান ব্যবসায়ী। বাড়ি থেকে আবার উনি বেরিয়ে কর্নেল চৌমুহনী খেলার ক্রিকেট খেলা দেখে বাড়ি এসে ঘুমান।।রবিবার সকাল সাতটা নাগাদ দোকানে এসে দেখতে পান দোকানের তালা ভাঙ্গা।। ভেতরে প্রবেশ করতেই মাথায় হাত দোকানির। দেখতে পান দোকানের দামি দামি জিনিস গুলো রেকের মধ্যে নেই। চোরেরা প্রায় ৬০ হাজার টাকার মতো বিভিন্ন জিনিস ও নগদ ১৫-২০ হাজার টাকা নিয়ে যায়। দোকান মালিক সঙ্গে সঙ্গে পশ্চিম থানায় খবর দেন। অভিযোগ দীর্ঘ সময় পরে ঘটনাস্থলে আসেন পুলিস।জানা যায় কর্নেল চৌমুহনীতে পুলিশের ইমার্জেন্সি ভ্যান সব সময় থাকে।এভাবে চুরির ঘটনায় শহরের নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে।পুলসি মামলা নিয়ে লোক দেখানো তদন্তে নেমেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য