Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যনবনির্মিত বাজার শেড পরিদর্শনে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার

নবনির্মিত বাজার শেড পরিদর্শনে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার

রাজ্যের বাজারের ব্যবসায়ীদের যেন নিজেদের ব্যবসা বাণিজ্য চালাতে কোন প্রকার সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রেখেই আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বাজারগুলোকে আধুনিকরণ করছেন এবং সেই লক্ষেই বাজারগুলোতে নির্মিত হচ্ছে বাজার শেড , শুক্রবার নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব, কর্পুরেটর অলক রায় ও পৌর নিগমের অন্যান্য আধিকারিকদের নিয়ে এমবিটিলা অরুন্ধতী নগর নবনির্মিত বাজার শেটের কাজ পরিদর্শনে গেলেন তিনি এবং সেখানে গিয়ে কাজ কি গতিতে চলছে ও কবে নাগাদ হবে এবং কবে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া যাবে এই বাজার শেড এই বিষয়গুলো সম্পর্কে অবগত হলেন। এদিন পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন, ১৪ মাস আগে এম বি টিলা বাজারের সৌন্দর্যায়নের কাজ হাতে নিয়েছিল পুর নিগম। পরবর্তীকালে নিম্নমানের কাজ এবং ধীরগতিতে কাজ হওয়ার কারণে কাজ বন্ধ করে দেই। আজ সেই এলাকা পরিদর্শনে গিয়েছেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য