Friday, October 25, 2024
বাড়িখবররাজ্যডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা

ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হলো আলোচনা সভা

ডা: শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন, যা পরবর্তীতে ভারতীয় জনতা পার্টি হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৫১ সালে তিনি এই দলটি প্রতিষ্ঠা করেন, যা ভারতীয় রাজনীতিতে হিন্দুত্ববাদী আদর্শের প্রচারক ছিল।তার নেতৃত্ব ও আদর্শ ভারতীয় জনসংঘের মূল ভিত্তি স্থাপন করেছিল, যা পরবর্তীতে বিজেপির মূল নীতি ও আদর্শে প্রতিফলিত হয়। শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান ও ত্যাগের ভিত্তিতে বিজেপি গঠিত হয় এবং বর্তমানে ভারতের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত।তাই সেদিকে লক্ষ্য রেখেই ডা. শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে সকল মন্ডল সভাপতি, কর্পোরেটর ও অফিস বেয়ারার নিয়ে প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন দলের সভাপতি রাজীব ভট্টাচার্য , সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য , ডেপুটি মেয়র মনিকা দাস দত্তসহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের কর্মসূচি প্রসঙ্গে সদর শহর জেলা সভাপতি সংবাদ মাধ্যমকে জানান ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী দেশের জন্য কি কি কাজ করেছেন তা বিজেপির প্রত্যেক কার্যকর্তা যাতে জানতে পারেন সেজন্য এই কর্মসূচী। তাছাড়া দুয়েক দিনের মধ্যে মণ্ডল ভিত্তিক আলোচনা সভা হবে শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবনী নিয়ে। তিনি জানান পক্ষকালব্যাপী কর্মসূচীর মধ্যে উনার জন্মদিন উপলক্ষে বিভিন্ন হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − seventeen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য