আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গত ২৩ শে জুন থেকে 18 সূর্যমনি নগর বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছিল জনকল্যাণ পদযাত্রা যা আজ চতুর্থ দিনে পা রেখেছে। এই জনকল্যাণ পদযাত্রা চলবে আগামী ৬ই জুলাই পর্যন্ত। এদিন সংবাদমাধ্যমকে এই পদযাত্রা প্রসঙ্গে বিধায়ক রামপ্রসাদ পাল বলেন এই পদযাত্রায় এই বিধানসভা কেন্দ্রে প্রতিটি অলি গলিতে অভিযান চালাচ্ছেন এবং রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের সাথে কথা বলছেন এবং তাদের কি সমস্যা রয়েছে তা কাগজে-কলমে লিপিবদ্ধ করছেন তাছাড়া কোথায় রাস্তার সমস্যা রয়েছে? কোথায় পানীয় জল এবং বিদ্যুতের সমস্যা রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে অবগত হচ্ছেন সাধারণ মানুষদের সাথে কথা বলে তার পাশাপাশি তিনি উনার বিধায়ক কালে এলাকার যে উন্নতি করেছেন তা আগামী দিনে আরো বাড়াবেন বলে জানিয়েছেন। এদিনের পদযাত্রাকে কেন্দ্র করে জনগণের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও অভিমত ব্যাক্ত করেন তিনি।