রাজ্যের ন্যায্য মূল্যের দোকানগুলির মাধ্যমে জনগণের কাছে সঠিক এবং গুণমান সম্পন্ন খাদ্য সামগ্রী পৌঁছে দিতে সচেষ্ট রাজ্যের খাদ্য ও জনসংভরণ দপ্তর। ত্রিপুরা সরকারের খাদ্য দফতরের তরফে ন্যায্য মূল্যের দোকানগুলিতে সরবরাহের জন্য রেশনের জন্য আটা কলগুলিকে গম দেওয়া হয়, তার পরিবর্তে আটা কলগুলি আটা সরবরাহ করে রাজ্য সরকারকে। বৃহস্পতিবার দুপুরে উষাবাজার সংলগ্ন পাইওনিয়ার আটা মিল, আর.কে.নগরস্থিত মেসার্স এম.এ এন্টারপ্রাইস এর মিনি ফ্লাওয়ার মিল এবং
মধুবন কাঁঠালতলিস্থিত মতিলাল-গৌরী (সিস্টার) ফুড প্রসেসিং এন্ড স্টোরেজ ইউনিটটি পরিদর্শন করে খাদ্য প্রক্রিয়াকরণ এবং সংরক্ষণের প্রক্রিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় সরেজমিনে খতিয়ে দেখেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী।।