Wednesday, October 23, 2024
বাড়িখবররাজ্যসিটি হাসপাতাল হচ্ছে আগরতলায়

সিটি হাসপাতাল হচ্ছে আগরতলায়

আগরতলা পৌর নিগমের তত্ত্বাবধানে আগরতলায় একটি সিটি হাসপাতাল হচ্ছে। জিবি এবং আইজিএম হাসপাতাল থেকে ওপিডি রোগীর চাপ কমানোর লক্ষ্যেই গড়ে তোলা হবে সিটি হাসপাতাল ।বৃহস্পতিবার রাজধানীর কাঁসারী পট্টি স্থিত আগরতলা পৌর নিগমের পুরনো অফিস চত্বর পরিদর্শন করে এই কথা জানান স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে। রাজধানী আগরতলায় আরো একটি হাসপাতাল হচ্ছে ।এই হাসপাতালের দেখভালের দায়িত্বে থাকবে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ। এর নামকরণ করা হবে আগরতলা সিটি হাসপাতাল। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল এজিএমসি তথা জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালে ওপিডি রোগীর চাপ কমানোর লক্ষ্যেই স্বাস্থ্য দপ্তর এই সিদ্ধান্ত নিতে চলেছে ।এই চিন্তা ভাবনাকে সামনে রেখে বৃহস্পতিবার রাজধানীর কাঁসারী পট্টিস্হিত আগরতলা পৌর নিগমের পুরানো অফিস চত্বর ঘুরে দেখেন মেয়র এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে । সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ অন্যান্য আধিকারিকরা ।এদিন কাঁসারীপট্টিস্থিত এ এম সির পুরনো অফিস চত্বর পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে সাংবাদিকদের জানান, জিবি হাসপাতাল এবং আইজিএম হাসপাতালকে সুপার স্পেশালিটির জন্য ব্যবহার করতে চায় রাজ্য সরকার ।কিন্তু এই দুইটি হাসপাতালে ওপিডির সংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে ।জিবি হাসপাতালে প্রতিদিন ২ হাজার এর বেশি ওপিডি হয়। আইজিএম হাসপাতালে প্রতিদিন ওপিডি হয় ১হাজার ২০০ জনের মত ।ফলে এই দুইটি হাসপাতালের চাপ কমাতে শহরবাসীর প্রাইমারি ও সেকেন্ডারি হেলথ কেয়ারের জন্য স্বাস্থ্য দপ্তর পৃথক একটি হাসপাতাল তৈরির চিন্তাভাবনা শুরু করেছে বলে জানান স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীত্তে ।
এদিন স্বাস্থ্য সচিব আরো জানান ,মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা রাজ্যের স্বাস্থ্যপরিকাঠামো উন্নয়নের দিকটি গুরুত্ব দিয়ে ভাবছেন। এই লক্ষ্যেই মুখ্যমন্ত্রী সম্প্রতি কিছুদিন ধরে রাজ্যের বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখছেন। স্বাস্থ্য সচিব আরো জানান, আগরতলা সিটি হাসপাতালের সাথে ছয়টি প্রাইমারি হেল্প সেন্টার এবং ৪০ টি সাব সেন্টারকে লিংক করা হবে ।এই হাসপাতালটি পরিচালনার দায়িত্বে থাকবে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ ।প্রয়োজনের ভিত্তিতে স্বাস্থ্য দপ্তর হাসপাতাল পরিচালনায় এএমসিকে সহযোগিতা করবে বলে জানান তিনি। প্রসঙ্গত উল্লেখ্য যে রাজ্যে একটি মেডিকেল হাব গড়ে তোলার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে কাজ শুরু করেছে রাজ্য সরকার ।এই লক্ষ্যেই গত বছর আইজিএম হাসপাতালের নতুন ভবনে ডেন্টাল মেডিকেল কলেজ চালু করা হয়েছে । প্রতাপগড়ের রেন্টাস কলোনিস্হিত নেতাজি সুভাষ স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল সংলগ্ন এলাকায় আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ চালু করার চিন্তা ভাবনাও শুরু করেছে রাজ্য সরকার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য