Friday, September 13, 2024
বাড়িখবররাজ্যবিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে হেনস্তা করার প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়ার ফোরাম...

বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে হেনস্তা করার প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়ার ফোরাম বিক্ষোভ দেখায় বনমালিপুর বিদ্যুৎ নিগমের অফিসের সামনে

বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজারকে হেনস্তা করার অভিযোগ কতিপয় আইনজীবীদের বিরুদ্ধে। এর প্রতিবাদ জানিয়ে সরব বিদ্যুৎ দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়ার ফোরাম। বৃহস্পতিবার তারা বিক্ষোভ দেখায় বনমালিপুর বিদ্যুৎ নিগমের অফিসের সামনে এবং ডেপুটেশন দেয়। ঘূর্ণিঝড় রেমালের জেরে রাজ্যজুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছিল দুই- তিন দিন ধরে। নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। জায়গায় জায়গায় বিদ্যুৎ দপ্তরের অফিসে ঝুলানো হয়েছে তালা। বিদ্যুৎ-এর দাবিতে বিভিন্ন জায়গায় চলে পথ অবরোধ। তিনদিন ধরে আগরতলা আদালত চত্বরে বিদ্যুৎ না থাকায় বুধবার আইনজীবীরা রাজধানীর ফায়ার সার্ভিস চৌমুহনীতে সড়ক অবরোধে সামিল হন। ঘটনার খবর পেয়ে আইজিএম হাসপাতাল সংলগ্ন বিদ্যুৎ নিগম অফিসের সিনিয়র ম্যানেজার অপু পাল আদালত চত্বরে ছুটে যান। তখন ক্ষুব্ধ আইনজীবীরা অপু পালকে সেখানে বসিয়ে রাখে। আইনজীবীদের স্পষ্ট বক্তব্য আদালতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপু পালকে ছাড়া হবে না।অভিযোগ কতিপয় আইনজীবীরা সিনিয়র ম্যানেজারকে হেনস্তা করেছেন।প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার বিদ্যুৎ দপ্তরে কর্মরত ইঞ্জিনিয়াররা রাজধানীর বনমালিপুরস্থিত বিদ্যুৎ নিগমের অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। ইঞ্জিনিয়ার ফোরামের ব্যানারে চলে তাদের আন্দোলন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য