বুধবার পশ্চিমবঙ্গের বালুরঘাট লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। মনোনয়নপত্র দাখিল করার সময় ডঃ সুকান্ত মজুমদারের সাথে ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা ।মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে বড়সড় পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় পা মেলান রাজ্যের মুখ্যমন্ত্রীও। উল্লেখ্য যে ডঃ সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপি সভাপতি ।২০১৯ সালে বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তৃণমূল কংগ্রেসের জাদরেল নেত্রী অর্পিতা ঘোষকে পরাজিত করে সাংসদ হন তিনি ।অষ্টাদশ লোকসভা নির্বাচনেও বিজেপি তাকে এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা নির্বাচনী প্রচারের কাজে বুধবারই কলকাতার উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করেন। কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি ।উল্লেখ্য সম্প্রতি মালদাতেও পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। মালদায় একটি জনসভায় বক্তব্যও রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী।