পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে জড় বস্তুর সাথে তুলনা করলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। একইভাবে তিনি বিপ্লব দেবকে “সমাজের বোঝা” হিসেবে কটাক্ষ করেছেন। বুধবার আগরতলা প্রেস ক্লাবে ‘ইন্ডিয়া জোটের’ এক সাংবাদিক সম্মেলনে বিপ্লব দেবের সাম্প্রতিক কালের বিভিন্ন বক্তব্য নিয়ে তুমুল সমালোচনা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আগরতলা প্রেসক্লাবে এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, সিপিআইএম রাজ্য সম্পাদক বিধায়ক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন বলেন দেশের গণতন্ত্র অচল অবস্থার মধ্যে থেকেছে। এই সময়ে ইন্ডিয়া জোট গণতন্ত্রকে রক্ষা এবং সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। দেশের মানুষ দেশের গণতন্ত্রের কাঠামো রক্ষায় ইন্ডিয়া জোটের সাথে রয়েছে বলে সুদীপবাবুর দাবি। পশ্চিম ত্রিপুরায় বিজেপির প্রচার প্রসঙ্গে বিধায়ক সুদীপ রায় বর্মন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থীর বিভিন্ন বক্তব্যের তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি সরাসরি নাম না বললেও পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীর ভাষার ব্যবহারের নিন্দা জানান। সুদীপ বাবু বলেন কি ধরনের “পদার্থ ” কি ধরনের “মেটেরিয়ালস” বিজেপি বাছাই করে পাঠিয়েছে তা ভাষা শুনলেই বোঝা যায়। যদি কোনো কারণে তিনি আগামী দিনে পার্লামেন্টে গিয়ে পৌঁছান তাহলে রাজ্যের কি হবে তানিয়া প্রশ্ন ছড়া দেন সুদীপবাবু । পরক্ষণেই তিনি নাম উহ্য রেখে বিপ্লব দেবের মত লোকেদের “সমাজের বুঝা” হিসেবে আখ্যায়িত করেন।