Tuesday, November 12, 2024
বাড়িখবররাজ্যবনমালীপুরের পাম্প হাউজ পরিদর্শন করলেন রাজ্যপাল

বনমালীপুরের পাম্প হাউজ পরিদর্শন করলেন রাজ্যপাল

আগরতলা পৌর নিগমের অধীন রাজধানীর বনমালীপুর ফ্লাড পাম্প হাউজের ব্যবস্থাপনা দেখে সন্তোষ ব্যক্ত করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। তিনি জানান বন্যা নিয়ন্ত্রণে পৌর নিগমের এই ধরনের পাম হাউজের ব্যবস্থাপনা অন্যান্য রাজ্যের চেয়ে অতি উত্তম। এদিন রাজ্যপালের সাথে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের আধিকারিক সহ অন্যান্যরা।

শহরের বন্যা এবং নর্দমার জল নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে আগরতলা পৌর নিগমের পাম্প হাউস গুলি ।রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সোমবার আগরতলা পৌর নিগমের ২১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বনমালীপুর ফ্লাড পাম্প হাউস টি পরিদর্শন করেন ।রাজ্যপালের সাথে ছিলেন আগরতলা পৌর নিগমের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। এদিন পাম হউজ পরিদর্শন করে কর্মীদের কাছ থেকে এর কার্যপ্রণালী সম্পর্কে অবগত হন রাজ্যপাল ।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান ,বিভিন্ন রাজ্যের ফ্লাড পাম্প হাউজ দেখেছেন তিনি। কিন্তু জল নিষ্কাশনে আগরতলা পৌর নিগমের ফ্লাড পাম্প হাউস সর্বাপেক্ষা উত্তম।

এদিন বনমালীপুর ফ্লাড পাম্প হাউস পরিদর্শনে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আগরতলা পৌর নিগমের আধিকারিক ডক্টর শৈলেশ কুমার যাদবের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ।উল্লেখ্য বন্যার জলের হাত থেকে রাজধানী বাসিকে রক্ষা করতে শহরের বিভিন্ন স্থানে 18 টি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্প হাউস স্থাপন করেছে আগরতলা পৌরনিগম কর্তৃপক্ষ ।এরমধ্যে বনমালীপুর ফ্লাড পাম্প হাউস অন্যতম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য