বুধবার মনোনয়নপত্র দাখিল করেন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী আশিষ কুমার সাহা ।এদিন রাজধানীতে মিছিল করে মনোনয়নপত্র জমা দেন ইন্ডিয়া জোটের প্রার্থী । মিছিলে অংশগ্রহণ করেন ইন্ডিয়া জোট সমর্থিত সবকটি রাজনৈতিক দলের নেতা ও কর্মী সমর্থকরা। শহরের বর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র দাখিল করলেন ইন্ডিয়া জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এই উপলক্ষে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে এক মিছিলের আয়োজন করা হয় এই মিছিলে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন গোপাল চন্দ্র রায় বিরোজিৎ সিনহা বিধানসভার বিরোধী দলের উপন্ন নেতা শ্যামল চক্রবর্তী সহ সিপিআইএম দলের অন্যান্য বিধায়করা। এদিন মনোনয়নপত্র দাখিল প্রসঙ্গে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের কংগ্রেস মনোনীত প্রার্থী কুমার সাহা বলেন, গোটা দেশ ও রাজ্যের গণতন্ত্র আজ ভুলন্ঠিত পাশাপাশি গর্বিত জনগণের গণতান্ত্রিক অধিকার এই অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যকে সামনে রেখে লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন তিনি এই ক্ষেত্রে রাজ্যের আপামর জনগণের আশীর্বাদ চান বলে জানান কংগ্রেস প্রার্থী আশীষ কুমার সাহা। প্রচার করা হলেও এদিন সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব ছাত্র সংগঠন এনএসইউআই এর জাতীয় ইনচার্জ কানাইয়া কুমারকে মিছিলে পা মেলাতে দেখা যায়নি। এছাড়া মিছিলে অংশগ্রহণ করেন এআইসির মুখপাত্র সহ ইন্ডিয়া জোটের রাজ্য শাখার সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। মিছিলিটি রবীন্দ্রভবনের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।