Saturday, July 27, 2024
বাড়িখবরশীর্ষ সংবাদজি এম পির উদ্যোগ খোয়াই পদ্মবিলে পালিত হল কুমারী মধুতি, রূপশ্রীর ৭৫...

জি এম পির উদ্যোগ খোয়াই পদ্মবিলে পালিত হল কুমারী মধুতি, রূপশ্রীর ৭৫ তম শহীদ দিবস

খোয়াই প্রতিনিধি ২৮ শে মার্চ..,..আজ থেকে ৭৫ বছর আগে রাজতন্ত্র অবসান আর তিতুন প্রথা উচ্ছেদের সংগ্রামে ১৯৪৯সালের ২৮শে মার্চ অর্থাৎ ১৩৫৫ ত্রিপুরাব্দের ১৪ই চৈত্র খোয়াইয়ের পদ্মবিল এলাকায় তৎকালিন রাজার সেনাদের গুলিতে শহীদের মৃত্যুবরণ করেন তিন বীরাঙ্গনা নারী কুমারী মধুতী রূপশ্রী।প্রতি বছর এই দিনটি পদ্মবিলে শহীদ দিবস হিসেবে পালিত হয় সারা রাজ্যে সি পি আই এম উপজাতি গণমুক্তি পরিষদ ও গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে এবারেও যথাযোগ্য মর্য্যাদায় বৃহস্পতিবার সকালে ৭৫ তম শহীদ দিবসটি পালন করা হয়।এই দিন সকালে পদ্মবিলের স্থায়ী শহীদ স্মৃতিসৌধে ফুলের মালাদিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রঞ্জিত দেববর্মা ও সহ সম্পাদক পদ্ম কুমার দেববর্মা সহ গণমুক্তি পরিষদের নেতা নীলু দেববর্মা, সমরেশ দেববর্মা, রঞ্জিত দেববর্মা ও বণবীর দেববর্মা।পরে সি পি আই এম এর খোয়াই জেলা কার্য্যালয়েও শহীদবেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।এখানে অস্থায়ী শহীদবেদীতে ফুল মালায় শ্রদ্ধা জানান সি পি আই এম এর খোয়াই মহকুমা সম্পাদক পদ্ম কুমার দেববর্মা, পার্টির রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, ডি ওয়াই এফ আই এর রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, কৃষক নেতা আলয় রায় , নারীনেত্রী গৌরী পাল, শুক্লা সেনগুপ্তা সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য