Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যমনোনয়নপত্র দাখিল করলেন বিজেপির দুই প্রার্থী

মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপির দুই প্রার্থী

রাজধানীতে জনঢল সৃষ্টি করে বুধবার রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করলেন বিজেপির দুই প্রার্থী।দুই প্রার্থীর মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে আয়োজিত পদযাত্রায় অংশ গ্রহন করেন হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর সহ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা সহ অন্যান্যরা ।এই পদযাত্রায় বিজেপি, আইপিএফটি ও তিপ্রা মথার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা ও ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত দুই প্রার্থী বুধবার মনোনয়নপত্র দাখিল করলেন ।মনোনয়নপত্র দাখিল কে কেন্দ্র করে এদিন রাজধানীতে পদযাত্রার আয়োজন করে প্রদেশ বিজেপি ।সকাল সাড়ে দশটায় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে শুরু হয় পদযাত্রা।পদ যাত্রায় অংশ গ্রহন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পশ্চিম আসনের বিজেপি দলের মনোনীত প্রার্থী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী দীপক মজুমদার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।পদযাত্রায় বিজেপি, আইপিএফটি ও তিপ্রা মথার কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষনীয় ।এদিন পদযাত্রায় অংশ গ্রহন করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান,রাজ্যে লোকসভার দুই কেন্দ্র এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল জয় হবে।পদযাত্রার জনসমাগম এর স্পষ্ট আভাষ দিচ্ছে।এদিন পদযাত্রাটি রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ।পদযাত্রা শেষে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্র এবং ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত দুই প্রার্থী সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।উল্লেখ্য, বুধবারই সংশ্লিষ্ট দুই কেন্দ্রের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ।আগামী ২৮ মার্চ দাখিলকৃত মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হবে।মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ৩০ মার্চ। আগামী ১৯ এপ্রিল এই দুই কেন্দ্রের ভোট গ্রহণ করা হবে।ভোটের ফলাফল ঘোষণা করা হবে আগামী ৪ জুন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য