কিছুদিন বাদেই বাজতে চলছে লোকসভা নির্বাচনের দামামা। আর এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী হিসাবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবের নাম ঘোষণা দিয়ে প্রচারে এগিয়ে শাসক দল বিজেপি। সোমবার এই প্রচার কর্মসূচির অঙ্গ হিসাবে বড়জলা ও বামুটিয়া বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল সাংগঠনিক কর্মসূচি। এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব বলেন দেশের সুরক্ষা ও সমৃদ্ধির প্রতীক আসন্ন লোকসভা নির্বাচন। তাই দলমত ও রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেক জনগনের কাছে প্রধানমন্ত্রীর জন্য আশীর্বাদ চাইতে হবে। তাছাড়া তিনি আরো বলেন লোকসভা নির্বাচনের আগে রাজ্যের দায়িত্ববান কার্যকর্তাদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে মূলত কার্যকর্তাদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সম্পর্কে আলোচনা হয়েছে এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দলমত ও রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রত্যেক জনগণকে কাছে ভোটের আপিল করতে হবে কার্যকর্তাদের।এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে মা বোনেদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।