Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যরাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই রাজ্যের প্রথম বালাজি মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন

রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরেই রাজ্যের প্রথম বালাজি মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন

সোমবার উনকোটি জেলার ফটিকরায়ে পেঁচারডহর এলাকায় স্থাপিত শৃঙ্গেরি বালাজি মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা জানান ত্রিপুরার ধর্মীয় পর্যটনে নতুন সংযোজন উনকোটি জেলার ফটিকরায়ে পেঁচারডহর এলাকায় স্থাপিত শৃঙ্গেরি বালাজি মন্দির।দক্ষিণ ভারতীয় স্থাপত্যশৈলীতে তৈরি এই ভব্য মন্দির আগামী দিনে সনাতনী ভাবধারার প্রসার ও আধ্যাত্মিক চেতনা এবং পর্যটনের বিকাশে নতুন ইতিহাস সৃষ্টি করবে। পাশাপাশি প্রচুর সংখ্যক পূণ্যার্থীর সমাগমের মধ্য দিয়ে মহাসমারোহে আয়োজিত এই মন্দিরের উদ্বোধনী পর্ব তথা প্রাণ প্রতিষ্ঠার শুভক্ষনে সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন মন্ত্রী সুধাংশু দাস নিজ বক্তব্যে জানান আজ আমার নিজ গ্রাম বিলাসপুরবাসী তথা সমগ্র ত্রিপুরাবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের দিন।আমি বিশ্বাস করি দক্ষিণ ভারতীয় শিল্প শৈলীতে তৈরি এই ভব্য মন্দির আগামী দিনে সনাতনী ভাবধারার প্রসার ও আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাবে পাশাপাশি উক্ত এলাকার মানুষ আর্থিকভাবে প্রতিষ্ঠিত হবে বলে। এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন নাগাল্যান্ডের মহামান্য রাজ্যপাল লা.গনেশান , কর্নাটকের শ্রী সারদা পীঠম ট্রাস্টের মুখ্য উপদেষ্টা পদ্মশ্রী ভি.আর গৌরিশংকর জার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য