তিপ্রামথা দল বিজেপি’র সঙ্গে জোট করে দুই জন মন্ত্রী পেলেও, তাদের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ জনজাতি অংশের একাংশ মানুষ। এমন কি মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের কুশপুতুল বিভিন্ন জায়গায় দাহ করা হয়েছে বলেও কিছু কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই পরিস্থিতিতে সকল জনজাতি অংশের মানুষদের সমর্থন ধরে রাখতে এবার উদ্যোগ নিলেন প্রদ্যুৎ কিশোর নিজে। তার এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার ক্ষত্রিয় সমাজপতি ও নেতাদের নিয়ে এক বৈঠকের আয়োজন করেন আগরতলায়। রাজধানীর ভোলাগিরি এলাকার একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। সেই সঙ্গে উপস্থিত ছিলেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের দুই বোন প্রজ্ঞা দেববর্মন এবং কৃতি দেববর্মন সহ দলের আরো অন্যান্য নেতৃবৃন্দ।এদিনের এই বৈঠক সম্পর্কে সংবাদ মাধ্যমকে প্রদ্যুৎ কিশোর বলেন, কেন জোট গঠন করা হয়েছে এবং দিল্লিতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে চুক্তি হয়েছে এই চুক্তির ফলে রাজ্যের জনজাতি অংশের মানুষের কি কি উপকার হবে, ইত্যাদি বিষয় ক্ষত্রিয় সমাজের নেতাদের বুঝিয়ে দেওয়ার জন্য এদিনের বৈঠকের আয়োজন করা হয়েছে। সেইসঙ্গে তিনি জানান লোকসভা নির্বাচন নিয়ে কোন আলোচনা করা হয়নি এদিন। লোকসভা নির্বাচন নিয়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নিজে গ্রহণ করবে বলে জানান। খুব দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন এদিন।