সর্বভারতীয় ফুটবল সংস্থা আয়োজিত অনূর্ধ্ব কুড়ি জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ এছর ছত্তিশগড়ে অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে রাজ্য দল অংশগ্রহণ করবে । ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে সামনে রেখে রবিবার থেকে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে নির্বাচনী শিবির শুরু হয়েছে। এই নির্বাচনী শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮০ জন ফুটবলার অংশগ্রহণ করেছেন। এই শিবির থেকে প্রারম্ভিক পর্যায়ে ২৬ জন ফুটবলার কে বাছাই করা হবে। বাছাই করা ফুটবলারদের নিয়ে চলতি মাসে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হবে ।এই প্রশিক্ষণ শিবির থেকে ২২ জনের রাজ্য দল গঠন করা হবে ।এদিন রাজ্য ফুটবল সংস্থার এক প্রশিক্ষক এই সংবাদ জানিয়েছেন।