Tuesday, May 21, 2024
বাড়িখবররাজ্যখোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের পঞ্চম বর্ষের এক উপজাতি ছাত্রকে মার ধরের...

খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজের পঞ্চম বর্ষের এক উপজাতি ছাত্রকে মার ধরের অভিযোগে থানায় মামলা করার পরও দোষীদের গ্রেপ্তার না করার কারণে ২০৮ নং নং জাতীয় সড়কের দুটি জায়গায় পথ অবরোধ বসলো টি আই এস এফ ছাত্র সংগঠনের পক্ষ থেকে।

খোয়াই প্রতিনিধি ১১ই জানুয়ারি…..খোয়াই দশরথদের মেমোরিয়াল কলেজে গত ৬ই জানুয়ারি পঞ্চম সেমিস্টারের ছাত্র ছাত্রীদের ফাউন্ডেশন পরীক্ষা ছিল ।এই দিন পরীক্ষার হলে উপজাতি এক ছাত্রকে কোন এক বিষয়কে কেন্দ্র করে মারধর করেছে বলে সেই উপজাতি ছাত্রটি খোয়াই থানাতে গত ৭ ই জানুয়ারি লিখিত আকারে দুইজন দুষ্কৃতির নাম উল্লেখ করে সুষ্ঠু তদন্তক্রমে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে খোয়াই থানাতে মামলাকরে। কিন্তু পুলিশ সেই মামলা হাতে পেয়েও রকম কোন ব্যবস্থা গ্রহণ না করার কারণে বৃহস্পতিবার টি আই এস এফ উপজাতি ছাত্র সংগঠনের উদ্যোগে ২০৮ নং জাতীয় সড়কের দুটি জায়গাতে পথ অবরোধ করে বসে ছাত্র ছাত্রীরা। পথ অবরোধকারী উপজাতি ছাত্র ছাত্রীদের দাবি যতক্ষণ না পর্যন্ত যে সমস্ত দুষ্কৃতীরা ওই আক্রমণ সংঘটিত করেছিল তাদেরকে যতক্ষণ পর্যন্ত না গ্রেপ্তার করা হবে ততক্ষণ সড়ক অবরোধ তোলা হবে না। এই মর্মে বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে খোয়াই বেলফাং এলাকায় ও বাচাইবাড়ী এই দুই এলাকাতে সড়ক অবরোধ করে বসেন। যদিও পরবর্তীতে বেলা দুইটা নাগাদ সড়ক অবরোস্থলে পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক ও জেলাশাসক ঘটনাস্থলে পৌঁছান। এবং এই সমস্যাটি জন্য জেলা আধিকারীকের নেতৃত্বে পদ্মবিল আর ডি ব্লকের কনফারেন্স হলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের নেতৃত্বের উপস্থিতিতে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে সড়ক অবরোধ তোলা হয় বেলা প্রায় তিনটা নাগাদ। এদিকে ছোট্ট একটি ঘটনাকে কেন্দ্র করে সকাল ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার ছোট-বড় যাত্রীবাহী গাড়ি আটকে পড়েন এই গাড়ি গুলির মধ্যে কিছু কিছু গাড়ি দূরপাল্লার ছিল এতে করে অনেকটাই হয়রানির শিকার হতে হয়েছে ওই সব দূরপাল্লার যাত্রীদের। খোয়াই এর শুভবুদ্ধি সম্পন্ন জনগণের বক্তব্য যেহেতু গত ৬ই জানুয়ারি দশরথের মেমোরিয়াল কলেজ কিছু একটা হয়েছে এবং যথারীতি আক্রান্ত ছাত্র ৭ই জানুয়ারি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন। এরপরও কেন পুলিশ তার যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করলনা কেন এই প্রশ্নটাই উঠছে যদি যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে বৃহস্পতিবার সকাল থেকে ৯ ঘন্টার যে সড়ক অবরোধ হয়েছে সেটা হয়তো হতনা এবং সাধারণ যাত্রীদের এই ধরনের ভোগান্তির শিকার হতো না। খোয়াইয়ের আপামর জনগণের দাবি প্রশাসনিক কর্মকর্তাদের খামখেলি পনার জন্য সাধারণ জনগণকে এই ধরনের ভোগান্তির শিকার হতে হবে প্রতিনিয়ত এটা সুখকর বিষয় নয় বলে মন্তব্য করেন অনেকেই। খোয়াইয়ের আপামোর জনগণের দাবি এই সমস্ত ঘটনার সাথে সাথে আগামী দিনে যথাসময়ে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা একান্ত জরুরী ।না হলে সামান্য কিছু বিষয়কে কেন্দ্র করে এই ধরনের পথ অবরোধ আগামী দিন হতেই থাকবে আর তাতে করে পথচালিত মানুষদের ভোগান্তির শিকার হতে হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য