Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যযথাযোগ্য মর্যাদায় শচীন্দ্র লাল সিংহের প্রয়াণ দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় শচীন্দ্র লাল সিংহের প্রয়াণ দিবস উদযাপন

রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রয়াত শচীন্দ্র লাল সিংহ । ১৯৬৩ সালের ১ জুলাই থেকে ১৯৭১ সালের ১ নভেম্বর পর্যন্ত রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর দায়ভার সামলান তিনি। গ্রাম পাহাড় থেকে শহরে সকলের কাছে শচীনদা নামেই পরিচিত ছিলেন এই জননেতা। ২০০০ সালের ৯ ডিসেম্বর ৯৩ বছর বয়সে প্রয়াত হন তিনি। শনিবার প্রয়াত শচীন্দ্র লাল সিংহের ২৩ তম প্রয়াণ দিবস পালন করলো প্রদেশ কংগ্রেস কমিটি। কংগ্রেস ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রবীর চক্রবর্তী,মহিলা কংগ্রেস সভানেত্রীসহ অন্যান্যরা। এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছিলেন তিনি। বাংলাদেশ স্থাপনে তাঁর একটা বড় ভূমিকা ছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী সাহা আক্ষেপের সুরে বলেন, রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার কোনো উদ্যোগ নেই বর্তমান প্রশাসনের। শ্রী সাহার সংযোজন, রাজ্যে কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হলে রাজ্যবাসীর সামনে শচীন্দ্র লাল সিংহের প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four + 6 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য