Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যজাতীয় দত্তক মাস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

জাতীয় দত্তক মাস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

সন্তান হীন দম্পতিরা যেন সহজে সন্তান দত্তক নিতে পারেন এবং এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর নভেম্বর মাসকে জাতীয় দত্তক মাস হিসেবে সারাদেশে উদযাপন করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার আগরতলায় সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দত্তক গ্রহণ বিষয়ে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়। রাজধানী আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই আলোচনা চক্রে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা রাজ্য শিশু কল্যাণ কমিশনে চেয়ারপারসন জয়তী দেববর্মাসহ সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিক, শিশু রক্ষণা বেক্ষণের সঙ্গে যুক্ত বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা।আলোচনা চক্রের বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় আমাদের দেশের শিশু দত্তক নেওয়ার ক্ষেত্রে যে সকল জটিলতা রয়েছে তা দূর করে খুব দ্রুত দত্তক নেওয়ার বিষয়টি সরলিকরন করার দিকে গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান রাখেন। সেই সঙ্গেপরিসংখ্যান দিয়ে দেখিয়ে দেন বিভিন্ন জটিলতার কারণে বিদেশের তুলনায় আমাদের দেশে দত্তক নেওয়ার সংখ্যা অনেক কম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 + 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য