Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যশনিবার, রাজ্যে বসেছে জাতীয় লোক আদালত

শনিবার, রাজ্যে বসেছে জাতীয় লোক আদালত

শনিবার, রাজ্যে আবারও বসছে জাতীয় লোক আদালত। ত্রিপুরা উচ্চ আদালত ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে এই লোক আদালত বসছে। এই লোক আদালতে মোট ৬৭ টি বেঞ্চে ১৬,৯৮৮ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৫,২২৭ টি বিষয় এবং আদালতে বিচারাধীন ১১,৭৬১ টি মামলা রয়েছে। জাতীয় লোক আদালতে ব্যাংক ঋণ পরিশোধ সংক্রান্ত ৫,২২৭ টি মামলা, মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ৪০৬ টি, ভোক্তা আদালত সংক্রান্ত ০৪ টি মামলা, আপোষযোগ্য ফৌজদারি বিরোধের ১০,৮৯০ টি মামলা, বৈবাহিক বিরোধের ২৩২ টি মামলা, চেক বাউন্স সংক্রান্ত,এনআই অ্যাক্ট১২৮ টি মামলা, অন্যান্য দেওয়ানি সংক্রান্ত ৮৫ টি মামলা এবং কর্মচারীদের বিষয় সংক্রান্ত ১৬টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। ত্রিপুরা উচ্চ আদালতে একটি বেঞ্চ বসছে। এই বেঞ্চে ৮২ টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। লোক আদালতে সবচেয়ে বেশি ১৯ টি বেঞ্চ বসেছিল আগরতলা আদালত চত্বরে। আদালত চত্বরে নাগরিকদের সাহায্যের জন্য হেল্প ডেস্ক ওছিলো প্যারা লিগ্যাল ভলান্টিয়াররা আদালত চত্বরে নোটিসপ্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য