ডক্টরেট উপাধি লাভ করেছে আগরতলার এক সিনিয়র নার্স ।শুধু ডক্টরেট উপাধি নয় সে বিভিন্ন বিষয়ের উপর ফেলোশিপও করেছে । অটিজম অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর উপর পিএইচডি ডিগ্রী লাভ করেছে আগরতলার মেয়ে শিপ্রা সেন।বিজ্ঞান বিভাগে স্নাতক করেছিল শিপ্রা সেন ।রাজ্যের বিশিষ্ট আইনজীবী দেবাশীষ দত্তের সহধর্মিনী হয়েছে শিপ্রা সেন। শিপ্রা সেন এমনিতেই একজন জনপ্রিয় ইউটিউবার, ভালো বক্তা ও সৃজনশীল লেখিকা।ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে শিপ্রা সেনের বহু লেখালেখি প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত শিপ্রা সেন চন্ডিগড়ে তার গবেষণা কার্য সম্পাদন করেছেন।বৃহস্পতিবার থেকে শিপ্রা সেন ডঃ শিপ্রা সেন নামে পরিচিতি লাভ করেছে ।