Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যশ্রীনগর এলাকায় সহচালকের হাতে খুন ট্রিপার গাড়ির চালক

শ্রীনগর এলাকায় সহচালকের হাতে খুন ট্রিপার গাড়ির চালক

রাতের অন্ধকারে নিরাপদহীন শহর আগরতলা। বাইপাসের কাছে আনন্দনগর ৫নং রাস্তায় খুন হলেন এক ট্রিপার চালক। তাকে খুনের অভিযোগে সহচালক কানু দেববর্মাকে গ্রেফতার করেছে শ্রীনগর থানার পুলিশ। ধৃতের বাড়ি রামবতী এলাকায়। রাত সাড়ে এগারোটা নাগাদ এই খুনের ঘটনাটি হয়। জানা গেছে, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে অনিলকে। এই হিপার চালক বাইপাস সড়কের পাশে আনন্দনগরের ৫নং রাস্তায় তার ট্রিপার গাড়ি রাখেন। এখানেই রাতে ট্রিপারের চালক অনিলের সঙ্গে সহচালক কানুর ঝগড়া শুরু হয়। এরপরই ধারালো অস্ত্র বিয়ে অনিলকে আঘাত করলে তিনি ট্রিপারের মধ্যেই মারা যান। অনিলের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে শ্রীনগর থানার পুলিশও আসে। এই সুযোগেই পালিয়ে থে যাওয়ার চেষ্টা করে কানু। তাকে ছুটে গিয়ে গ্রেফতার করে পুলিশ। পুলিশ এর জানিয়েছে, বৃহস্পতিবার ধৃত সহচালককে আদালতে পাঠানো স্থ হবে। এদিকে রাতে ট্রিপর চালক হত্যার ঘটনায় আমতলি বাইপাস প্রা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen − six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য