Thursday, December 5, 2024
বাড়িখবরবাণিজ্যবর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের ৬ জন ও বহিরাজ্যের ৪ জন মোট...

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের ৬ জন ও বহিরাজ্যের ৪ জন মোট ১০ জন গৃহিণীকে “লংতরাই গৃহিণী সম্মান ২০২২” প্রদান

গত ২৫ শে নভেম্বর ২০২৩ ইং সন্ধ্যায় পশ্চিমবঙ্গের দীঘাস্থিত ৪ তারা বিশিষ্ট আভিয়াগামা হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাজ্যের ৬ জন ও বহিরাজ্যের ৪ জন মোট ১০ জন গৃহিণীকে “লংতরাই গৃহিণী সম্মান ২০২২” প্রদান করা হয়। এই ১০ জন গৃহিণীরা হলেন সুপ্রভা বিশ্বাস, সুজাতা সেন রায়, পাপিয়া সাহা, মিতা চক্রবর্তী, শিল্পী দাস, পিঙ্কি পাল, ঈশিতা মণ্ডল, রঞ্জনা দাস, সাধনা দাস, ও শাশ্বতী সরকার। প্রসঙ্গত ২০২২ সালের ২রা অক্টোবর আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে লংতরাই গুঁড়ো মশলার কর্ণধার রতন দেবনাথ গৃহিণীদের সম্মান জানিয়ে এক রান্নার প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিলেন। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে পুরস্কার হিসেবে ০৩ রাত্রি ০৪ দিন দীঘা ভ্রমণের সুযোগ করে দেবেন বলে ঘোষণা করেছিলেন। সেই মোতাবেক ১০ জন গৃহিনীদের নিয়ে লংতরাই গুঁড়ো মশলার কর্ণধার গত ২৪ শে নভেম্বর ২০২৩ তারিখে পাড়ি দিয়েছিলেন দীঘায়। এই ভ্রমণকে আরও প্রাণবন্ত রূপ দেওয়ার জন্য দীঘার সমুদ্র সৈকতেও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। ২৫ নভেম্বর সন্ধ্যায় এক জমজমাট অনুষ্ঠানের মধ্য দিয়ে উক্ত ১০ জন গৃহিনীকে পুস্পস্তবক, লংতরাই গৃহিণী সম্মান ২০২২ নামাঙ্ক্রিত উত্তরীয় ও সুদৃশ্য শুভেচ্ছা স্মারক ইত্যাদি দিয়ে তাদেরকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে ১০ জন গৃহিনী তাদের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন লংতরাই গুঁড়ো মশলার এই অসাধারন ও অভিনব উদ্যোগ তাদেরকে আপ্লুত করেছে এবং এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য