Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যবক্সনগরে প্রার্থীর হয়ে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী

বক্সনগরে প্রার্থীর হয়ে ভোট প্রচারে মুখ্যমন্ত্রী

উপনির্বাচনে বক্সনগর বাসির কাছে একটি সুযোগ রয়েছে তফাজ্জল হোসেনকে বিপুল ভোটে জয়ী করে সংখ্যালঘুদের একমাত্র প্রতিনিধি হিসেবে বিধানসভায় পাঠানো। যাতে করে আগামী দিনে সংখ্যালঘুদের উন্নয়নে কোন বাধা না আসে। সোমবার সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত বাজার সেডে নগর পঞ্চায়েত এলাকার চারটি ওয়ার্ড ৯ ১০ ১২ এবং ১৩ তথা বক্সনগর বিধানসভা এলাকার ৪৫ থেকে ৪৯ নং বুথের সাধারণ মানুষদের সাথে মত বিনিময় সভায় এভাবেই সংখ্যালঘু ভোটারদের কাছে প্রার্থীর হয়ে ভোট চাইলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিন বক্তব্যে তিনি সদ্য সমাপ্ত হওয়া ২০২৩ বিধানসভা নির্বাচনে নির্বাচনোত্তর সন্ত্রাস প্রসঙ্গে বলতে গিয়ে বিরোধীদের সমালোচনা করে বলেন বিরোধীরা ভেবেছিল একটি উশৃংখল পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু দেশের মধ্যে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে ত্রিপুরা রাজ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাই আগামী দিনেও সুস্থ শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে ঐক্যবদ্ধভাবে বাস করার অঙ্গীকার করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি নাম না করে আরও বলেন বিরোধী দলের নেতা এখনই বুঝে গেছেন তারা ভোটে হেরে যাবেন। তাই একের পর এক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ আনছেন। আগে থেকেই পশ্চাৎগামি পথ অনুসরণ করে চলতে শুরু করেছেন।এছাড়া ঐদিন মত বিনিময় সভায় বক্তব্য রাখেন প্রার্থী তফাজ্জল হোসেন, বিল্লাল মিয়া সহ অন্যান্যরা। পাশাপাশি এদিনের সভায় বিভিন্ন দল ছেড়ে নয় পরিবার বিজেপিতে সামিল হয়। এ দিনের সভার শেষে মুখ্যমন্ত্রী স্থানীয় টাউন মসজিদে যান। সেখানে মসজিদ কর্তৃপক্ষের পাশাপাশি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন ও মত বিনিময় করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য