মহিলাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে এবার দোষী সাব্যস্ত হয়ে কারাদণ্ডে দন্ডিত হলেন স্বাস্থ্য দপ্তরের এক কর্মী। সাজাপ্রাপ্ত আসামী তথা ধর্ষণকারী স্বাস্থ্য দপ্তরের কর্মীর নাম উত্তম কুমার দেববর্মা। অতিরিক্ত জেলা জজের বিচারপতি অভিযুক্ত ধর্ষণকারীকে দোষী সাব্যস্ত করার পর সোমবার শাস্তি ঘোষণা করেন। আদালত উত্তমকে দশ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫০ হাজার টাকা জরিমানা করে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন বিচারপতি। ঘটনার বিবরণে জানা যায় ২০১৯ সালের ২৫ শে আগস্ট স্বাস্থ্য দপ্তরের ইউডিসি ক্লার্ক উত্তম কুমার দেববর্মার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বোধজংনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এক ধর্ষিতা মহিলা। আর এই অভিযোগের ভিত্তিতে তৎকালীন থানার ওসি ঘটনার তদন্তক্রমে প্রয়োজনীয় চার্জশিট দাখিল করেন আদালতে। আদালতে দীর্ঘ শুনানির পর গত ২৫ আগস্ট বিচারপতি ধর্ষণকাণ্ডের ঘটনায় অভিযুক্ত উত্তম কুমার দেববর্মাকে দোষী সাব্যস্ত করেন। এই অবস্থায় পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার বিচারপতি এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেন। আদালত ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত উত্তমকে দশ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায় আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। শাস্তি ঘোষণার পর এমনটাই জানালেন এপিপি অরবিন্দ দেব।