সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর একের পর এক দলের বিভিন্ন গণসংগঠনের নেতৃত্বদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। রবিবার আগরতলায় প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির এস সি ডিপার্টমেন্টের এক গুরুত্বপূর্ণ সাধারণ সভা। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনসহ এসসি কংগ্রেসের প্রদেশ নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন প্রান্তের কংগ্রেসের এসসি ডিপার্টমেন্টের নেতৃত্ব অংশগ্রহণ করেন। গুরুত্বপূর্ণ সাংগঠনিক এই বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজেপির নেতৃত্বাধীন রাজ্য সরকারের কাজকর্ম নিয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃত্ব। দীর্ঘ আলোচনার শেষে রাজ্যের তপশিলি জাতি সম্প্রদায়ের লোকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগামীদিন গোটা রাজ্য জুড়ে আন্দোলন সংঘটিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিনের এই বৈঠক প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান বর্তমান সরকার তপশিলি জাতি বিরোধী সরকার। সরকার তপশিলিদের স্বার্থের পরিপন্থী কাজ করে চলেছে। যার ফলে রাজ্যের তপশিলি জাতিরা এক কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন যাপন করছেন। তাই বর্তমান সরকারের বিরুদ্ধে জনমত গঠন করে আগামীদিন তপশিলি জাতিদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন সংঘটিত করা হবে।