দুর্গা চৌধুরী পাড়ায় জুড়া খুন কাণ্ডের ব্যবহৃত পিস্তল উদ্ধার করেনশুক্রবার বোজংনগর থানার অন্তর্গত দূগা চৌধুরী এলাকায় বাবুল দেববর্মা বাড়ির পাশের জঙ্গল থেকে পিস্তল উদ্ধার করে পুলিশ। ১৯ তারিখ সাত দিনের রিমান্ডে আনার পর তিন দিনের মথায় পিস্তল উদ্ধার করতে সক্ষম হন পুলিশ।এই ঘটনার সাথে আরো কি কি অস্ত্র ব্যবহার করা হয়েছে তা বাবলু দেববামা কে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে পুলিশ বাকি তদন্তগুলো গুছিয়ে নিতে পারবেন এমনটাই মনে করছেন পুলিশের তদন্তকারী দল।



