Friday, December 27, 2024
বাড়িখবররাজ্যশহীদ সংগ্রামী কুমারী, মধুতি এবং রূপসীর স্মরণসভায় শ্রদ্ধা জানালো CPIM রাজ্য সম্পাদক...

শহীদ সংগ্রামী কুমারী, মধুতি এবং রূপসীর স্মরণসভায় শ্রদ্ধা জানালো CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী

শহীদ সংগ্রামী কুমারী, মধুতি এবং রূপসীর স্মরণসভায় শ্রদ্ধা জানালো CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বুধবার আগরতলার CPIM রাজ্য কার্যালয়ে।। অনুষ্ঠানের শুরুতে শুরুতে শহীদ বেদীতে পুষ্প মাল্যদান এবং নীরবতা পালন করেন।। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে CPIM রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বিস্তারিত ভাবে জানিয়েছে। রাজ্য সম্পাদকের যেদিন চৌধুরী বলেন আজ থেকে ৭৪ বছর আগে অর্থাৎ ১৯৪৯ সালের ২৯ শে মার্চ খোয়াই মহাকুমার পদ্মবিল গ্রামে রাজা সৈন্যদের নির্যাতন থেকে রক্ষা করতে গ্রামের মহিলারা রুখে দাঁড়ান। এবং রাজার সৈন্যরা গুলি ছুরতে শুরু করে সেই সময় কুমারী মধুতি রূপশ্রী এই তিন সংগ্রামী গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তারপর থেকে এই শহীদ সংগ্রামে কুমারি মধুতে এবং রুপশ্রী শহীদ দিবস পালন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য